রামগঞ্জে বৃদ্ধাকে জবাই করে হত্যা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তাজিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় হত্যাকারীরা ওই বৃদ্ধার ঘর থেকে স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানি ৮টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালুপুর পোলের গোড়া এলাকার এমদাদউল্লা কারী সাহেবের বাড়িতে নৃশংস হত্যাকান্ড ঘটে। নিহত তাজিয়া বেগম ওই বাড়ির আবদুল মন্নানের স্ত্রী।

জানা যায়, ঘটনার সময় তাজিয়া বেগম ঘরে একাই ছিলেন। তার স্বামী আবদুল মন্নান বাড়ির পাশের মসজিদে ইশার নামাজ পড়তে গিয়ে ছিলেন। নামাজ শেষে ঘরে ফিরে তিনি স্ত্রীর জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘরের দরজা খোলা ছিল এবং আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। পরে স্থানীয় ও স্বজনরা পুলিশে খবর দেয়।

আবদুল মন্নান জানান,“আমি প্রতিদিনের মতো মসজিদে নামাজ পড়তে যাই। ফিরে এসে দেখি দরজা খোলা, ঘরে ঢুকেই স্ত্রীর রক্তাক্ত দেহ পড়তে আছে। মনে হয় ঘরে ঢুকে কে বা কারা তাকে হত্যা করে গহনা নিয়ে পালিয়ে গেছে। আমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। ”তিনি আরও জানান, তার স্ত্রী সাধারণ জীবনযাপন করতেন এবং কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত ডাকাতি বা চুরির ঘটনা হতে পারে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,“ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি লুটপাটের উদ্দেশ্যে সংঘটিত একটি হত্যাকান্ড। তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.