আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুরে মোঃ চৌধুরী (৭০) নামের এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) সকাল ৯টায় নিজ বাড়ির সামনে ওই ঘটনার শিকার হয়েছেন তিনি। মুমুর্ষ অবস্থায় তাকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় জাহাঙ্গীর আলম এবং আহত চৌধুরীর ভাই জুয়েল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মধ্য দরবেশপুর গ্রামের গাব্বা বাড়ির সামনে চা দোকানে এসে বসেন। এরপর আনুমানিক ৯টায় এলাকার মোস্তফার ছেলে প্রনাম, ঠাকুর বাড়ির মুরাদ সহ অজ্ঞাত ২জন লোহার রডসহ দেশীয় একাধিক অস্ত্র নিয়ে চৌধুরীর উপর হামলা চালায়। এসময় তাদের বেধড়ক হামলায় চৌধুরীর মাথার বেশ কয়েকস্থান ফেটে যাওয়া সহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। আকর্ষিক এই ঘটনায় তার আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।
চৌধুরীর ছেলে সিয়াম হোসেন জানান, শুক্রবার দরবেশপুরের সমিতির বাজারে যুবদলের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের লোকজনদের দাওয়াত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই তার বাবা হামলার শিকার হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।