রামগঞ্জ :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামে বুধবার ভোর রাতে দুস্কৃতিকারীরা ফারুক মৎস্য খামারে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন করে। এব্যাপারে খামারের মালিক ফারুক হোসেন থানা অভিযোগ দায়ের করেছে।
সুত্রে জানায়,নারায়নপুর খাঁ বাড়ির আহমেদ উল্যাহর পুত্র ফারুক হোসেন বাড়ির লোকজনের কাছ থেকে ৫বছরের জন্য পুকুর ইজারা নিয়ে ২বছর যাবত মৎস্য চাষ করে আসছে। বুধবার ভোর ৩টার দিকে দুস্কৃতিকারীরা পুকুরের পানিতে বিষ ঢেলে দেয়। বিষাক্ত পানিতে মাছ মরে ভেসে উঠে। খামারের মালিক ফারুক হোসেন বলেন,আমি সান্দানপুর বাড়ি থেকে বিষয়টি জেনে খামারে পৌছে দেখে লোকজন মাছ লুটপাট করে নিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন,পুর্ব বিরোধের জের ধরে স্বার্থান্বেষী ব্যক্তি পরিকল্পীত ভাবে মাছ নিধন করছে। স্থানীয় ইউপি মেম্বার মোঃ সবুজ বলেন,পুকুরে অধিক মাছ রাখা ভারসাম্য হারিয়ে মাছ মারা গেছে।
রামগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধন
Array
![Ramgonj_photo_Fish_5--4--2017[1]](https://pollinews.com/wp-content/uploads/2017/04/Ramgonj_photo_Fish_5-4-20171.jpg)