আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৯ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে ইউছুফ নামের এক ৬০ বছরের লম্পট বৃদ্ধের বিরুদ্ধে। সৃষ্ট ঘটনায় ধর্ষিতার মা নুরজাহান বেগম বাদী হয়ে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় রামগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর প্রামের জমাদ্দার বাড়ির ইউছুফ মিয়ার বসতঘরে। সংবাদ পেয়ে রামগঞ্জ মোহাম্মদীয়া বাজার পুলিশ ফাড়ির আইসি মোঃ মমিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় মামলা দায়েরের পর থেকে ধর্ষক ইউসুফ হোসেন অন্যত্রে পালিয়ে বেড়াচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ভাটিয়ালপুর গ্রামের খলিল ব্যাপারী বাড়ির দিনমজুর আমির হোসেনের ১৯ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে একই গ্রামের পার্শ্ববর্তী জমাদ্দার বাড়ির মোঃ ইউছুফ হোসেনের বসতঘরে জিয়ের কাজ করতো। এরই সুযোগে লম্পট ইউছুফ বিভিন্ন সময় বসতঘরে প্রতিবন্ধীকে কিশোরীকে একা পেয়ে গত দুই তিন মাস থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার জোরপূর্বক শাররীক মেলামেশা করেন। সর্বশেষ গত১৪ আগস্ট রাতে ওই প্রতিবন্ধী মেয়ে জোরপূর্বক শারীরিক মেলামেশা করার পর প্রতিবন্ধী বাড়িতে এসে তার পরিবারের লোকজনকে বিস্তারিত খুলে বলেন। এরপর বিষয়টি সর্বত্র জানাজানি হলে ভাটিয়ালপুর সহ উপজেলা ব্যাপী জনসাধারণের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে ধর্ষক ইউছুফ হোসেনকে না পেয়ে তার স্ত্রী আলেয়প বেগম জানান, আমার স্বামী ইউছুপ হোসেন একজন বৃদ্ধ মানুষ। সে সব সময় আমার সাথে থাকে। প্রতিবন্ধীর সাথে ধর্ষনের ঘটনা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। কারণ আমার এক ছেলে মোজাম্মেল হোসেন বাক্ষ্রমবাড়িয়া বাঞ্চারামপুর থানায় পুলিশে চাকরি করে, আরেক ছেলে ইতালিতে থাকে। সামাজিক ভাবে আমাদেরকে হেও প্রতিপন্ন করার জন্য এটি একটি সাজানো নাটক সাজানো হয়েছে।
ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরীর বাবা আমির হোসাইন জানান, আমরা গরীব মানুষ। মাঠে ঘাটে দিনমুজুরের কাজ করে কোনো রকম জীবিকা নির্বাহ করে করে খাই। ধর্ষক ইউছুফ হোসেনের ছেলে পুলিশ সদস্য মোজাম্মেল হোসেন বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আমাদেরকে টেলিফোনে হুমকি ধমকি প্রদান করে থানা থেকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। আমি এই ধর্ষক ইউছুফ এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, প্রতিবন্ধীর মা নুরজাহান বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।