আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৪ লক্ষ্মীপুর- ১ রামগঞ্জ আসনে লাঠি বর দিয়ে ভোটকেন্দ্র গিয়ে ভোট দিয়েছেন বৃদ্ধা অযুফা বেগম (৭০)। রবিবার (৭ জানুয়ারী) সকাল ১১টায় রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের ৭নং দক্ষিণ শ্রীরামপুর ওয়ার্ডের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। বৃদ্ধ অযুফা বেগম ওই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের উত্তর শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার বাসিন্দা।
অযুফা বেগম জানান, আমি প্রায় দেড় বছর ধরে অসুস্থ। মাজা ও হাঁটুতে সমস্যা, হাঁটতে পারি না। সারাক্ষণ আমার শরীর কাঁপে। বিবেকের দায়দ্ধতা ও পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছেলের নাতির সঙ্গে কেন্দ্রে এসেছি।
অযুফা বেগম এর নাতি রিপন হোসেন জানান, আমাদের বাড়ির ৩০জন এই কেন্দ্রে ভোটার। আমাদের দাবি খুব অসুস্থ, উনি ভোট দিতে ইচ্ছে প্রকাশ করায় ভোট কেন্দ্রে নিয়ে এসেছি। উনি খুবই খুশি ভোট দিতে পেরে।
রিয়াদ হোসাইন নামের এক ভোটার জানান, নির্বাচন সুষ্ঠু হচ্ছে, আমরা নির্বিঘেœ কেন্দ্রে এসে ভোট দিচ্ছি।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল মোহাঈমেন বলেন, সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ভালো রয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০৯৭ নারী ও পুরুষ ভোটার রয়েছে। এ আসনে এমপি পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন (ঈগল) জাতীয় পার্টি মনোনীত মাহমুদুর রহমান মাহমুদ (লাঙ্গল), নিয়াজ মাখদুম ফারুকী (মোমবাতি) ও আরেক স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান (কেটলি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।