রামগঞ্জে বিধবা নারীকে পেটালেন শ্রমিকলীগ নেতা মামুন ভূঁইয়া

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুকরের নেছা প্রকাশ টুনি বেগম নামের ৫৫ বছরের এক বিধবা নারীকে পেটালেন, রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের একাংশের বিতর্কিত কমিটির আহবায়ক মামুম ভূঁইয়া।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পৌরসভা পশ্চিম টামটা গ্রামের আনা মিয়া চৌকিদার বাড়িতে। বর্তমানে ওই নারী মামুন ভূইয়ার হুমকী-ধমকী ও হামলার ভয়ে অন্যত্রে পালিয়ে বেড়াচ্ছে। খবর পেয়ে ৩১মে শুক্রবার ঘটনাস্থলে উপস্থিত হলে বিধবা নারী বিস্তারিত খুলে বলেন।

আহত টুনি বেগম জানান, রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্রে করে শ্রমিক লীগ নেতা মামুন ভূঁইয়া বেশ কয়েকজন তিন প্রার্থীর কাছ থেকে এজেন্ট দেওয়ার কথা হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু ভোট কেন্দ্রে আমাদের কাউকে কোন টাকা পয়সা দেয়নি। বরং যেসব প্রার্থীর কাছ থেকে টাকা খেয়েছে তাদের বিপক্ষে কাজ করেছে সে। এমন কথার পরিপেক্ষিতে সেলিমের ছেলে ইউছুপের মাধ্যমে মামুন ভূঁইয়া আমাকে ঘর থেকে ডেকে এনে এলোপাতাড়ি মারধর করে। আমার গালে ও কানের উপরে চড়থাপ্পড় মারে। তারপর আমার পেটের উপরে লাথি মেরে গালাগালি করে চলে যায়। আমি গোপনে হাসপাতালে চিকিৎসা নিয়ে আত্মীয়ের বাড়িতে রয়েছি।

অভিযুক্ত শ্রমিক লীগ নেতা মামুন ভূঁইয়া বিষয়টি অস্বীকার করে জানান, আমি টুনি বেগমকে মারধোর করি নাই। বরং টুনি বেগম উল্টো আমার উপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করেছে। স্থানীয় কাউন্সিলর শহীদ পাটওয়ারী জানান, বিধবা টুনি বেগম মারধোরের বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি তাৎক্ষনিক মামুন ভূঁইয়ার মুঠোফোনে কল দিয়ে তাকে পাইনি। পরে টুনি বেগমকে জানিয়ে দিয়েছি, মামুন ভূঁইয়াকে পেলে বিষয়টি পরবর্তীতে বসে সমাধান করার চেষ্টা করব।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, আমি এখনো বিধবার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.