রামগঞ্জে বিএনপি নেতার উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোঃ ইয়াছিন হোসেন নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়েছে যুবলীগের ফরহাদ হোসেন ও ছাত্রলীগের মোঃ আনাছ হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপ। ঘটনাটি ঘটেছে ১৭ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়ননের উদনপাড়া গ্রামের আছিয়ার বাড়িতে। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানায় মালার প্রস্তুুতি চলছে। হামলার পর থেকে ফরহাদ ও আনাছ পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আছিয়া বাড়ির বিএনপি নেতা মোঃ ইয়াছিনের বাড়িতে পাশ্ববর্তী সাউধেরখিল গ্রামের হাজী মুসলিম ভূঁইয়া বাড়ির মেম্বারের ছেলে যুবলীগ কর্মী ফরহাদ ও একই বাড়ির ফিরোজ আলমের ছেলে ছাত্রলীগ কর্মী আনাছের নেতৃত্বে ৭/৮ জনের একটি গ্রুপ বিএনপি নেতা ইয়াছিনের বাড়িতে গিয়ে অর্তকিত হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন দৌড়ে এসে বিএনপি নেতা ইয়াছিননকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে ভূক্তভোগী বিএনপি কর্মী মোঃ ইয়ছিন জানান, তারা আমাকে হত্যা করার জন্য দিন দুপুরে আমার বাড়িতে হামলা করে।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান,অভিযোগ এখনো পাইনি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.