আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির অভ্যান্তরিন দ্বন্ধ এখন প্রকাশ্যে চলে আসছে। উপজেলা বিএনপির রাজনীতি এখন দুটি ধারায় বিভক্ত। গত ২ যুগ বিভাজন দেখা গেলেও ২০২২ সাল ২৯অক্টোম্বর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকে ১বছর যাবত এ দ্বন্ধ তুঙ্গে উঠেছে। দুই পক্ষের নেতাকর্মীরা পৃথক পৃথক কর্মসূচী পালন,সংঘর্ষ ও বহিস্কারের ঘটনা ঘটেছে। এমনকি ১সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করছেন আলাদা আলাদাভাবে।
এক পক্ষের নেতৃত্ব রয়েছেন-উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক মোজাম্মেল হক মজু, সদস্য সচিব মাহাবুবুর রহমান বাহার, যুগ্ন আহবায়ক মনোয়র হোসেন। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন-দলের শৃংখলা ভঙ্গের দায়ে উপজেলা বিএিনপি আহবায়ক পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত সাবেক এমপি নাজিম উদ্দিন আহমদ, সাবেক সাধারন সম্পাদক আবদুর রহিম, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন তূর্কি ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর।
গত শুক্রবার (১ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালন করা হয় পৃথকভাবে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোজাম্মেল হক মজুর নেতৃত্বে পৌর নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি আহবায়ক শেখ কামরুজ্জামান। এসময় বক্তত্ব রাখেন-উপজেলা বিএনপি আহবায়ক মোজাম্মেল হক মজু, সিনিয়র যুগ্ন আহবায়ক মনোয়র হোসেন, যুগ্ন আহবায়ক তোফয়েল আহম্মদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু প্রমূখ। একইদিন সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মেদের নেতৃত্বে রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রসা গেটে সামনে কেক কাটা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক উল্যাহ পাটোয়ারী। এ সময় বক্তত্ব রাখেন-সাবেক উপজেলা বিএনপি আহবায়ক ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মদ, সাবেক সাধারন সম্পাদক আবদুর রহিম, সাবেক সহ সভাপতি শাহাবুদ্দিন তূর্কি প্রমূখ।
দলীয় সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারী ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়প্রার্থী জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে নাজিম উদ্দিন আহম্মদ আওয়ামীলীগসহ দলের কিছুনেতাকর্মী নিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে নির্বাচন করেন। এরপর থেকে দলের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। পরবর্তিতে ১/১১ প্রয়াত সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার অনুস্থিতিতে নাজিম উদ্দিন আহম্মদ ২০১০সালে উপজেলা বিএনপির সভাপতি হয়। নাজিম উদ্দিন আহম্মদ সভাপতি হওয়ার পর জিউল হক জিয়া অনুসারী নেতাকর্মীদেরকে বহিস্কারসহ নানাভাবে কোনঠাসা করে রাখে। এতে বিএনপির একটি অংশ নিস্ক্রিয় হয়ে পড়ে। মেয়াদোর্ত্তীন হওয়ায় প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে জেলা বিএনপি ২০২২সালে ২৮ অক্টোম্বর রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষনা করেন। এবং ২৯ অক্টোম্বর নাজিম উদ্দিনকে আহবায়ক, মাহাবুবুর রহমান বাহারকে সদস্য সচিব, মোজাম্মেল হক মজুকে সিনিয়র যুগ্ন আহবায়ক , মনোয়র হোসেনকে যুগ্ন আহবায়ক করে ৬১সদস্য বিশষ্ট উপজেলা এবং শেখ কামরুজ্জামানকে আহবায়ক, মিয়া আলগীরকে সদস্য সচিব, তোফায়েল আহম্মদকে সিনিয়র যুগ্ন আহবায়ক, এড,তোফাজ্জল হোসেন বাচ্ছুকে যুগ্ন আহবায়ক করে ৪৭ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন। গঠিত আহবায়ক কমিটির উপজেলা আহবায়ক নাজিম উদ্দিন, সদস্য শাহাবুদ্দিন তূর্কি, সদস্য আবদুর রহিম , পৌর কমিটির সদস্য সচিব মিয়া আলমগীরসহ তাদের অনুসারীরা কমিটি প্রত্যাখ্যান করেন। ২ নভেম্বর চন্ডিপুর ইউনিয়নে নবগঠিত কমিটির মতবিনিময় সভায় হামলা, ৭ নভেম্বর জাতীয় যুব ও সংঘতি দিবসে দলীয় কর্মসূচী পালন না করে কমিটি গঠনের বিরুদ্ধে জেলা নেতাদেও কুশপত্তলিকা দাহ কওে ও প্রতিবাদ সমাবেশ করেন। ওই প্রতিবাদ সমাবেশে জেলাসহ দলের সিনিয়ন নেতাকর্মীদের বিরুদ্ধে অপবাদ ও অপমানজনক বক্তব্য রাখেন। ৮ জানুযায়ী ২০দলীয় জোটের এলডিপির মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিমের বাড়িতে উপজেলা জেলা বিএনপির মতবিনিময় সভায় হামলা ও ভাংচুরের অভিযোগসহ দলীয় শৃংখলাভঙ্গের দায়ে জেলা বিএনপি নাজিম উদ্দিন আহম্মদ, আবদুর রহিম, মিয়া আলগীর, শাহাবুদ্দিন তুর্কিসহ ৫জনকে পদথেকে অব্যহতি দেন। জেলা ছাত্রদল জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইউনুছকে দল থেকে বহিস্কার করেন। এ ছাড়াও দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ দ্বন্ধ প্রকাশ্যে আসে।
জানতে চাইলে সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মেদ বলেন, জোটের শরিক দল এলডিপির মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম জেলা বিএনপিকে মোটা অংকের টাকা দিয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়েছে। সবাই মনে করে সে কমিটি এলডিপির কমিটি। উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ কমিটি মানে না, মানবেও না। তাই আমরা পৃথকভাবে দলীয় কর্মসূচী পালন করছি। এ কমিটির সাথে ঐক্যের কোন সম্ভবনা নেয়। কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপে পূনরায় একটি কমিটি গঠন হবে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, জেলা বিএনপির নেতারা নাজিম উদ্দিন আহম্মদকে আহবায়ক করে কমিটি গঠন করেছেন। এরপর তারপরও তিনি তার অনুসারীরা কমিটিতে না থাকায় ওই কমিটি মানে না। তাই তিনি বিভিন্ন সময় জেলা বিএনপি নেতাদের কুশপত্তলিকা দাহসহ মিথ্যা অপবাদ ও অপমানজনক বক্তব্য দিয়ে আসছে। এবং দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করছেন। এ ব্যাপারে দলের জেলা ও কেন্দ্রীয় নেতারা অবগত । শীঘ্রই দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।
জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এড. হাছিবুর রহমান বলেন, রামগঞ্জে দলের মধ্যে অনৈক্যের বিষয়টি সবাই অবগত আছে। আমরা শীঘ্রই সবাইকে নিয়ে বসে সকল দ্বিধাদ্বন্ধ দূর করে একটি সিদ্ধান্ত দিব। আসা করি পরবর্তিতে সবাই ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসুচী পালন করবে।