আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ কলচমা ওয়ার্ড বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে সোমবার (১১নভেম্বর) বিকেলে কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আবদুল মজিদের সভাপতিত্বে ওই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি রামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড. তোফাজ্জল হোসেন বাচ্চু এপিপি।
কলচমা ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন লিটনের সঞ্চালনায় ওই কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক তোফায়েল আহম্মেদ ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আওরঙ্গজেব বাবলু, মোঃ শাহ আলম ঘড়ি শাহীন, রামগঞ্জ পৌর কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান সিট মিজান, লক্ষ্মীপুর জেলা যুবদল নেতা মিজানুর রহমান ভূঁইয়া, কাউছার মাল, জাবেদ চৌধুরী, কলচমা ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ লিটন সহ দলীয় অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
কর্মীসভায় নেতৃবৃন্দ আসছে জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিজয় নিশ্চিত করনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।