লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগঞ্জে থানায় অভিযোগ করায় পৌরসভার সোনাপুর ওয়ার্ডের আঠিয়া বাড়ির প্রবাসীর স্ত্রী বাদী কাজল আক্তার ও মোঃ সুমন হোসেনের উপর পার্শ্ববর্তী কবিরাজ বাড়ির হৃদয় ও রানার নেতৃত্বে স্থানীয় ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে একই গ্রামের ওস্তা বাড়িতে। হামলার পর স্থানীয় লোকজন কাজল ও সুমনকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে। সৃষ্ট ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার আঠিয়া বাড়ির কাজল আক্তার গত ৫ আগষ্ট মোবাইল চুরি সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। এর পর পুলিশ ওই অভিযোগের আলোকে আসামী হৃদয় ও রানাকে খুজতে থাকে। এরই মধ্যে বাদী বুধবার দুপুরে পাশ্ববর্তী ওস্তা বাড়িতে গেলে হৃদয় ও রানা লোকজন নিয়ে অর্তকিতভাবে কাজলের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে তার আতœীয় সুমন এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার ইন্ধনদাতা মোঃ জাকির হোসেন নামের একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।