আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে সামাজিক সংগঠন সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার(৩০আগস্ট)সকালে রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া পানিবন্দি বন্যা দুর্গত প্রায় ২০০শতাধিক পরিবারের মাঝে এ এান সামগ্রী বিতরন করা হয়।
ত্রান বিতরন অনুষ্ঠানে সেবা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সেবা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃসেলিম হোসাইনের সঞ্চলনায়,প্রধান অতিথি ছিলেন সেবা ফাউন্ডেশনের সভাপতি হামিদ আলী শেখ
বিশেষ অতিথি ছিলেন,রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহের,সাধারণ সম্পাদক -জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী,সদস্য বদিউজ্জামাল,আলমগীর হোসেনের পাটোয়ারী,সুমন হোসেন,মামুন শেখ সহ প্রমুখ।
পরে নেতৃবৃন্দরা পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করে,বন্যার্ত মানুষের শারিরিক খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।