আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি, প্রনিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রানিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল ১০ থেকে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রাণালয়ের সহযোগিতায় রামগঞ্জ উপজেলা প্রানিসম্পদ দপ্তর প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ার হোসেন দেওয়ান(বাচ্চু),প্রফেসর ড.মোঃশহিদুল ইসলাম খান,উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা:মোঃ রাকিবুল ইসলাম,উপজেলা ডেইলি ফার্মাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোরশেদুল আমিন(বাবু) এছাড়া অনুষ্ঠানে ডাঃ রুবেল সরকারের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় অতিথি বৃন্দ মাঠের সকল স্টল গুলো প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২৫ জনকে নগদ অর্থ ও পুরস্কার প্রধান করেন।