রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামে সোমবার প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা প্রবাসী মোফাজ্জল হোসেন নান্টুর বাগানের শতাধিক গাছ উজাড় করে লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করায় দুস্কৃতিকারীরা প্রবাসীর স্ত্রী বোন ও ভগ্নিপতিকে প্রাননাশের হুমকি দেয়। এব্যাপারে প্রবাসীর স্ত্রী তাছনিম আক্তার তিশা রাতে বাদী হয়ে রামগঞ্জ থানা মামলা দায়ের করেছে। বর্তমানে প্রবাসীর স্ত্রী সন্ত্রাসীদের ভয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।
সুত্রে জানায়,উপজেলার দক্ষিন নারায়নপুর গ্রামের তিন কড়ি বেপারী বাড়ির প্রবাসী মোফাজ্জল হোসেন নান্টুর সাথে একই বাড়ির আব্দুর রব-ফারুক গংদের দীর্ঘ কয়েক বছর যাবত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার আব্দুর রবের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্র“প প্রবাসীর দলীয় বাগানের ৩০টি ফলজসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে উজাড় করে।
প্রবাসীর ভগ্নিপতি মোতালেব হোসেন বলেন,আব্দুর রব ও তার ভাড়াটে সন্ত্রাসীদের ভয়ে প্রবাসীর স্ত্রী গ্রাম ছেড়ে পিত্রালয়ে বসবাস করছে।
অভিযুক্ত আব্দুর রব বলেন,প্রবাসী মোফাজ্জল হোসেন নান্টু বিভিন্ন অজুহাত দেখিয়ে সম্পত্তি পরিমাপ করছে না।এতে আমাদের বসবাসের অসুবিধা হওয়ায় বসতঘর নির্মান করতে বাগানের কয়েকটি গাছ কেটেছি। স্থানীয় ইউপি মেম্বার বিল¬াল হোসেন নিষেধ করার পর বাকি গাছ কাটা হয়নি।
ইউপি মেম্বার বিল¬াল হোসেন বলেন, দুই পরিবারের মধ্যে সম্পত্তি বিরোধ দীর্ঘ কয়েক বছরে কেউ মিমাংশা করতে পারছে না।
রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন,বাদীর দায়ের করা এজাহার তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
: রামগঞ্জে প্রবাসীর বাগানের গাছ লুট, পালিয়ে বেড়াচ্ছে বাদী
Array
