রামগঞ্জ :
রামগঞ্জ উপজেলার শাহীন আলম নামের এক প্রবাসীর বাবা মা কে জিম্মি করে বসতঘর ভাংচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার টিওরী গ্রামের নৈয়াজী ভূঁইয়া বাড়িতে। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার টিওরী নৈয়াজী ভূঁইয়া বাড়ির ঘরজামাই তোপাজ্জল তার স্ত্রী শিল্পী বেগম, মেয়ে আকলিমার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে প্রবাসী শাহীন আলমের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে গুড়িয়ে দেয়। এ ব্যাপারে হামলাকারী শশুরালয়ের ঘরজামাই তোপাজ্জল হোসেন জানান, শাহীনদের সাথে দীর্ঘদিন থেকে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এর কারনেই আমরা তার ঘর ভেঙ্গে দিয়েছি। প্রবাসী শাহীনের বৃদ্ধ বাবা মীর হোসেন ভূঁইয়া জানান, ভূমিদস্যু তোপাজ্জল হঠাৎ করে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমার পরিবারের লোকজনকে জিম্মি করে হামলা করে ঘরে ভাংচুর করে পালিয়ে যায়।
রামগঞ্জে প্রবাসীর বসতঘর ভাংচুর
Array
