আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরই লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে সন্ধ্যায় রামগঞ্জ পৌর শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে গণসংযোগ করেন তিনি।
এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নৌকার স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। জনসংযোগকালে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে নৌকা প্রতিকে ভোট চান তিনি। পরে খান টাওয়ারে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন আনোয়ার হোসেন খান।
এসময় আনোয়ার খান বলেন,
আগামী ৭ জানুয়ারি অবাদ, সুষ্ঠু ও সুন্দর ভোট হবে। নির্বাচনে সকলের অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। আমরা যে উন্নয়নের কাজটা শুরু করেছি, কিছু অসমাপ্ত উন্নয়নমূলক কাজ শেষ করার জন্য আমার নির্বাচনী এলাকার ভোটাররা নৌকায় ভোট দিয়ে আবারও আমাকে এমপি বানিয়ে সংসদে পাঠাবেন এবং শেখ হাসিনাকেও আবার দেশের প্রধানমন্ত্রী বানাবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার উপর সেই আস্থা-বিশ্বাশ আছে বলেই আমাকে দ্বিতীয়বারের মত নৌকা প্রতিক নিয়ে ভোটের মাঠে পাঠিয়েছে। জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে তার প্রতিফলন ঘটাবে।
এর আগে সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান প্রতীক বরাদ্দ দেন। এরপর বিকেল থেকে প্রচারণায় শুরু হয়।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মাহামুদুর রহমান (লাঙ্গল) , বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখলুম ফারুকী (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন (আম), স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান (কেটলি), কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন (ঈগল) লড়ছেন।