রামগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে অবরুদ্ধে করে রেখেছে প্রভাবশালী মহল

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নে আনন্দিপুর মিজি বাড়িতে ২বাক ও বুদ্ধীপ্রতিবন্ধী পরিবারসহ ৩ পরিবারের ১৮/২০ জনের চলাচলের পথে প্রচীর নির্মাণ করে লোহার এঙ্গেল বেড়া দিয়ে স্থানীয় চেয়ারম্যান জাহিদ মির্জার সেল্টার নিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী প্রবাসী আবদুর রহিম ও তার ভাড়াটিয়া লোকজন।

এতে দীর্ঘ প্রায় ৫ বছর যাবৎ অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছে আনন্দিপুর গ্রামের ওই তিন প্রতিবন্ধী পরিবার। ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, জমি সংক্রান্ত জটিলতার অজুহাত দেখিয়ে ৩ টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটিতে প্রাচীর নির্মাণ করে লোহার এঙ্গেল দিয়ে পুরো পথ বন্ধ করে দিয়েছেন। এতে অবরুদ্ধ ওই প্রতিবন্ধী পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাপন মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। সৃষ্ট ঘটনায় ভূক্তভোগী প্রতিবন্ধী পরিবার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলামের নিকট একটি অভিযোগ দায়ের করেছে। প্রয়োজনের তাগিদে অসহায় পরিবারের লোকজন বাড়ির বাহিরে যেতে হলে শুকনো মৌসুমে পাশ্ববর্তী মাঠের হাটু পানি দিয়ে ঘুরে বাজার,শহর অথবা কাজে যায় এবং বর্ষা মৌসুমে মাঠের পানি সাঁতরিয়ে তারা বাড়ির বাহিরে যেতে হয়।

এ প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত মোবারক হোসেন (৫৫) ও আবু সুফিয়ান বলেন, দীর্ঘ ৩০ বছর যাবৎ প্রতিবন্ধী ৩ভাইয়ের পরিবারের লোকজন সহ অন্যান্য লোকজন পুরোনো রাস্তা দিয়ে যাতায়াত করতো। কিন্তু হটাৎ ওই বাড়ির প্রবাসী আবদুর রহিম ও তার ছেলেরা দেওয়াল নির্নাম করে স্থায়ী ভাবে চলাচলের পথ বন্ধ করে দেয়।
ভুক্তভোগী বাক প্রতিবন্ধী আবুল হোসেন(৪০) ও দেলোয়ার হোসেন (৩৮) কথা বলতে না পারলেও ইশারায় তাদের সমস্যা গুলো অবহিত করেন। অপর পরিবারের সদস্য মোঃ সোহেল রানা বলেন,চলাচলের রাস্তাটিতে আমাদের খরিদকৃত ০.৭৫ শতাংশ সম্পত্তি রয়েছে যাহার খারিজ খতিয়ানও রয়েছে তারপরও জোরপূর্বক ভাড়াটিয়া লোকজন নিয়ে আবদুর রহিম প্রাচীর নির্মাণ করে পথ বন্ধ দিয়েছে। এবিষয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী জানায়, তাদের এই সমস্যা প্রায় ৫/৬ বছর যাবৎ বহু সালিসি বৈঠকও হয়েছে। বিগত চেয়ারম্যান মজিবুল হক মজিব সিদ্ধান্ত ও দিয়েছে। যখন আবদুর রহিম তার ঘরের পাশ দিয়ে প্রতিবন্ধী পরিবার গুলোকে যাতায়েত করতে কোন অবস্থা রাজি হচ্ছে না তখন উত্তর পাশের পুকুর ভরাট করে তাদের রাস্তা নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরও আজ পর্যন্ত ওরা অসহায় বিধায় তাহা বাস্তবায়ন হয় নাই।

প্রবাসী রহিমের ছেলে ফরহাদ হোসেন বলেন, ওরা আমাদের ঘরের পাশ দিয়ে যাতায়াত করলে আমাদের ফল গাছের ও ফলফলাদি ক্ষতি সাধন করে । চেয়ারম্যান জাহিদ মির্জার কাছ থেকে অনুমতি নিয়ে দেওয়াল নির্মান করে স্থায়ীভাবে রাস্তা বন্ধ করে দিয়েছি।

করপাড়া ইউপি চেয়ারম্যান মির্জা জাহিদুল ইসলাম বলেন, চেষ্টা করছি বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম বলেন, এধরনের কর্মকান্ড প্রতিবন্ধী পরিবারের জন্য একটা অমানবিক কাজ। আমি ঢাকায় রয়েছি। রামগঞ্জে এসে প্রতিবন্ধীদের চলাচলের জন্য নির্মামকৃত দেওয়াল ভেঙ্গে দেওয়া হবে।ফের বহিষ্কার ইবির কাব্য | পল্লী নিউজ

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.