আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশী বাধা উপেক্ষা করে অবরোধের সমর্থনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফিকেটিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পুলিশী বাধা উপক্ষো করে ৪ জিসেম্বর (সোমবার) সকালে ঢাকা-রামগঞ্জ সোনাইমুড়ী হাইওয়ে সড়কের আলীপুর ব্রীজের গোড়া নামক স্থানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম এর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণবিরোধী তফসিল বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ সমর্থনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতারা খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান, সাবেক উপজেলা যুবদলের সভাপতি গিয়স উদ্দিন পলাশ, বিএনপি নেতা শফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ ফারুখ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সদ্দাম, যুবদল নেতা মন্নান ব্যাপারী, হারুনুর রশীদ, শাহাদত হোসেন, ওমর ফারুক, পারভেজ হোসেন, রাজু পাটোয়ারী, জাকির হোসেন, হুমায়ুন আহমেদ, ছাত্রনেতা ইব্রাহিম খলিল তুফান, পৌর যুবদল নেতা মোঃ শামছু, মোঃ মহসিন, আকবর হোসেন, মৎসজীবী দল নেতা ডাঃ আবদুল্লা, নূর হোসেন শেন, দুলাল হোসেন, আলমগীর হোসেন, হারুন মিয়া, জাহাঙ্গীর, ছাত্রনেতা সাঈদসহ উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।