আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে সোহানা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাহারপাড়া গ্রামের নানার বাড়িতে এই ঘটনা ঘটে। শিশু সোহানা পার্শ্ববর্তী লক্ষিধরপাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির সৌদি প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে।
জানা যায়, গত কিছুদিন আগে শিশুটির মা জান্নাত আক্তার সোহানাকে নিয়ে সাহারপাড়া বাবার বাড়িতে বেড়াতে আসে। আজ মঙ্গলবার, সকালে মেয়েকে নিয়ে মা জান্নাত শশুর বাড়িতে চলে যাওয়ার কথা। কিন্তু শিশু সোহানা ঘুম থেকে উঠে বাহিরে খেলতে গিয়ে ঘরের পাশে পুকুরে পড়ে গিয়ে মারা যান।
শিশু সোহানাকে তার বাবার বাড়ির লক্ষিধরপাড়া গ্রামের পাটোয়ারী বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এই ঘটনায় শিশু সোহানার বাবা ও মা এবং আত্মীয় স্বজন কান্নার ভেঙ্গে পড়েন।
সাহারপাড়া গ্রামের ইউপি সদস্য কাউছার আলম সুমন জানান, শিশুটির মা তার বাবার সাথে ফোনে কথা বলতে বলতে ব্যাস্ত হয়ে পড়েন। এ সময় শিশুটি বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তান দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে সোহানাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।