রামগঞ্জে নৌকার মনোনয়ন পেতে চান ১০জন আওয়ামীলীগ নেতা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৭৪,লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক পেতে আগ্রহী হয়েছেন ১০ জন।

তাঁরা দলীয় মনোনয়ন পত্র ক্রয় ও জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলাব্যাপী নেতাকর্মীদের সাথে আলোচনা করে জানা যায় এ পর্যন্ত ২৭৪ (রামগঞ্জ) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন – বর্তমান এমপি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ড.আনোয়ান খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম, পৌরসভা মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক এম এ মমিন পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু, বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবি এবং সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা ব্যারিস্টার তৌহিদুল ইসলাম বাহার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও অবসরপ্রাপ্ত কর-কমিশনার সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যাহ। এ সব প্রার্থীরা বর্তমানে নিজ নিজ কর্মী সমর্থকদেরকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। এবং দলীয় মনোয়ন পেতে দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ রক্ষা করছেন।

তাঁরা নিজ যোগ্যতা তুলে ধরে নৌকা প্রতিক পাওয়ার আশাবাদী। এ দিকে তৃর্নমূলের নেতাকর্মীরা নানা হিসাব নিকাস শেষে, অপেক্ষা করছেন মনোয়ন দৌড়ে কে পান নৌকা সে দিকে। মনোয়ন প্রত্যাশীরা জানান, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে চুড়ান্তভাবে নৌকা প্রতিক দিবেন, তাঁর বিজয়ে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.