রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃলক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আইয়েনগর গ্রামে চাদা
না দেওয়ায় চিহিৃত সন্ত্রাসীরা শুক্রবার বিকেলে ব্যাংকার মোসলে উদ্দিনের নির্মানাধীন ভবনের সেন্টারিং উপকরন ও পিলার ভাংচুর করে। এসময়বাধা দেওয়ায় সন্ত্রাসীরা প্রতিপক্ষ মহিউদ্দিন,নির্মান শ্রমিকরাশেদকে মারধর করে ভবনের সামনে ভিবিন্ন প্রজাতীর গাছের ঢালদিয়ে ব্যারিকেট সৃষ্টি করে।সুত্রে জানাযায়,উপজেলার আইয়েনগর গ্রামের লস্করী বাড়ির মৃতআবদুল আজিজের ব্যাংকার ছেলে মোসলেউদ্দিন কয়েকদিন পুর্বে ভবননির্মান কাজ শুরু করলে একই গ্রামের মজিবুল হকের ছেলে মনিরহোসেন নিজের সম্পত্তি দাবি করে ৫ লক্ষ চাঁদা দাবী করে। বেধেঁদেওয়ায় সময়ে টাকা না দেওয়ায় শুক্রবার বিকেলে মনির হোসেনসহকয়েকজন উপস্থিত হয়ে নির্মানাধীন ভবনের সেন্টারিং ও পিলার ভেঙ্গেফেলে সামনে ব্যারিকেট দেয়। এবপারে ব্যাংকারের ভাই মহিউদ্দিন বলেন,ব্যারিকেট দেওয়ার সময় বাধাদিয়ে মনির আমাকে ও নির্মান শ্রমিক রাশেদকে মারধর করে। অভিযুক্ত মনির হোসেন বলেন,চাঁদা চাওয়ার বিষয়টি সঠিক নয়,এটা সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। সম্পত্তি পরিমাপ না করেভবন নির্মান করায় বাড়ির লোকজন আমার সহযোগীতা চেয়েছে।এজন্য সম্পতির পরিমাপ না করা পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখতেবলেছি। স্থানীয় আইয়েনগর ওয়ার্ড মেম্বার সোহাগ পাটোয়ারী চাঁদারটাকা না দেওয়ায় ভাংচুর,মারধরের কথা স্বীকার করে বলেন,স্থানীয়গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ইউপিচেয়ারম্যান মিজানুর রহমানকে জানিয়েছি। ওনি সুষ্ঠ সমাধানেরআশ্বাস দিয়েছেন