আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার, (পহেলা জানুয়ারি) সকালে উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে নোয়াগাঁও বাজারে এই গণসংযোগ লিফলেট বিতরণ করা হয়।এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষকে ৭জানুয়ারি কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আয়বাহক ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারী, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য আবুল বাসার সতু, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন আবির, যুবদল নেতা হারুনুর রশীদ, বিল্লাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।