আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংগঠনটির রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে
৮ এপ্রিল শনিবার দুপুরে পৌরশহস্থ সংগঠনটির উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা শেষে শতাধিক মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ ইউনুছ বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সেলিম হোসাইন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় মহাসচিব লিটন এরশাদ।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী আনোয়ার হোসেন সেলিম, মারুফ হোসেন, শাহাদাৎ হোসেন, আবদুর রহমান পাটওয়ারী, তাপস চন্দ্র দাস সহ আরো অনেকে।