আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭ নং দরবেশপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড আইয়েনগর গ্রামের ৫ শতাধিক বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
দরবেশপুর ইউনিয়ন যুবদল নেতা মোরশেদ আলম পাঠান ও কাওরান বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন মন্দারের নিজস্ব অর্থায়নে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার আইয়েনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।
উপজেলা বিএনপির সদস্য খোরশেদ আলম মাষ্টারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান ভিপি বাহার।
এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক টিপু সুলতান ভুইয়া, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ উল্যা মেম্বার, শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক শাহজাহান জাহিদ, সাংগঠনিক সম্পাদক তসলিম হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা আলী আকবর খোকন, বিএনপি নেতা আমীর হোসেন মিন্টূ, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি কালু মিয়া, শ্রমিকদল নেতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি রুহুল আমিন,যুবদল নেতা সবুজ, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান সাদ্দাম সহ প্রমুখ।