রামগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোর হাসানের লাশ উদ্ধার

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোর হাসানের (১৪) লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ১০ জুলাই সোমবার দুপুরে উপজেলার ৯ং ভোলাকোট ইউনিয়নের নোয়াপাড়া চৌকিদার বাড়িতে। কিশোর হাসান একই বাড়ির দিনমজুর বাচ্চু মিয়ার ছেলে। খবর পেয়ে রামগঞ্জ থানার এস আই মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, গতকাল (৯ জুলাই) সকাল ১১টায় পুকুরে গোসল করে দুপুরের ভাত খেয়ে আবার বাডির কয়েকজনকে নিয়ে পার্শ্ববর্তী মাঠে ফুটবল খেলতে যায়। পরে খেলা শেষে আবার দুপুর ২টায় পুকুরে গোসল করতে আসে। এরপর থেকেই হাসান নিখোঁজ হয়ে যায়। এরপর বহু খোজাখুজি করে হাসানের কোন সন্ধান পাওয়া যায়নি। আজ (১০জুলাই) সোমবার দুপুর আনুমানিক ১টার সময় স্থানীয় লোকজন কিশোর হাসানের লাশ পানিতে ভেসে উঠতে দেখে চিৎকার দিলে লোকজন কিশোরের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
নিহত হাসানের মা হালিমা বেগম জানান, গতকাল দুপুরে আমার ছেলে হাসান নিখোঁজ হয়।

পরে আমরা খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করেও তার কোন খোজ পাওয়া যায়নি। ছেলের সাথে কারো শত্রুরা নেই এবং আমাদের সাথেও কারো কোনো শত্রুতাও নেই। আমরা কাউকে দোষারোপ করতে পারছি না।
ইউপি চেয়াররম্যান দেলোয়ারার হোসেন দিলু জানান, আমি বিষয়টি জেনেছি এবং রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। অবগত করি।

রামগঞ্জ থানা অফিসার ইসচার্জ মোহাম্মদ মোঃ এমদুদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.