রামগঞ্জঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ী সুমিকে সোমবার আদালতে প্রেরন করে এর আগে রবিবার সন্ধ্যায় শহরের সোনাইমুড়ি সড়কস্থজিকো ট্রেডার্সের সামনের রাস্তা থেকে সুমি (২৮) নামের একজন নারী মাদক ব্যবসায়ীকে ৮০পিচ ইয়াবা ও ১০ পিচ ফেনসিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমী কুমিল্লা শহরের কোতয়ালী থানাধিন শুবপুর এলাকার স্বপনের স্ত্রী।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মোঃ আঃ কাদের সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে চৌরাস্তার পশ্চিম পার্শ্বে সোনাইমুড়ীরোডস্থ রামগঞ্জ পুলিশ বক্স এর দক্ষিণ পাশে জিকো ট্রের্ডাস এর সামনে থেকে সিএনজি অটোরিকশা যোগে পালিয়ে যাওয়ার সময় মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া জানান, গ্রেফতারকৃত সুমি দীর্ঘদিন যাবত কুমিল্লা থেকে মাদক এনে রামগঞ্জে ব্যবসা করে আসছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮০পিচ ইয়াবা ও ১০পিচ ফেনসিডিলসহ গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।