আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে মুন্নি আক্তার (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখিল গ্রামে উত্তর মোল্লা বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুন্নি ওই বাড়ির দুবাই প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোহাম্মদ জাকির হোসেন নামে এক প্রতিবেশী জানালা দিয়ে মুন্নির মরদেহ বসতঘরে ঝুলতে দেখে। পরে বাড়ির অন্যন্যার ছুটে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সাহাব উদ্দিন বলেন, খবর পেয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছি। ওই নারী আত্মহত্যা করেছে বলে সবাই জানিয়েছে। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। প্রায় এক বছর আগে তার বড় ছেলে মো. সবুজও আত্মহত্যা করেছিল।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।