রামগঞ্জে দিন দুপুরে চুরি, চোরকে পুলিশের হাতে সোপর্দ

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা রতনপুর আবাসিক এলাকায় দিন-দুপুরে দুই দিনে তিন দুদর্শ চুরি সংগঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬শে জুলাই) বেলা ১০টায় আওয়ামীলীগের সভাপতি আবদুল লতিব কাজীর ভবনে চুরি করার সময় স্থানীয় জনতা ফারুক হোসেন (২৬) নামের এক চোরকে গনপিটুনি দিয়ে আটককৃত চোরকে রামগঞ্জ থানায় সৌপর্দ করেছে। ফারুক হোসেন রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের খলিল মোল্লা বাড়ির হানিফ মোল্লার ছেলে।

রামগঞ্জ থানা পুলিশের এএসআই জাহিদ হোসেন চোর ফারুক হোসেন স্বীকাররোক্তি মোতাবেক বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে বেশ কয়েকটি মোবাইল, স্বর্নালংকার ও প্রয়োজনীয় মালামালসহ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছে। স্থানীয়সূত্রে জানা যায়,মঙ্গলবার পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল লতিফ কাজীর ভবনের ভাড়াটিয়া সৌদি প্রবাসী হারুন শেখের ফ্লাটের দরজার তালা ভেঙ্গে বাসায় ডুকে মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার সময়, প্রবাসীর স্ত্রী আছমা বেগম দেখে চোর চোর বলে চিৎকার দিলে আশেপাশের লোকজনের তাড়া খেয়ে পাশ্ববর্তী খালে নেমে পড়ে ওই চোর।

এসময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এর পূর্বে গত সোমবার বেলা ১০ টায়, দুলাল ভূঁইয়ার বাসার ভাড়াটিয়া সৌদি প্রবাসী জামাল হোসেন ও দল্টা ডিগ্রী কলেজের প্রফেসর আবদুল রাজ্জাকের ফøাটের দরজার তালা কেঁটে একই কায়দা দুই ফ্লাটে দুদর্শ চুরি করে পালিয়ে যায় চোরচক্র। ওই সময় চোর চক্র সৌদি প্রবাসী জামালের বাসায় থেকে নগদ ২০ হাজার দুইটি মোবাইল ফোন, টচলাইট, একটা কম্বল, বিছানা চাদুর একটা ও প্রফেসর আবদুল রাজ্জাকের ফ্লাট থেকে প্রায় ৯ভরি স্বর্ন, নগদ ২০ হাজার টাকা ও একটা বিদেশী টর্চ লাইট নিয়ে যায়। হারুন শেখের স্ত্রী আছমা বেগম ও ডল্টা ডিগ্রী কলেজের প্রফেসর আবদুর রাজ্জাক জানান, তিনি তার বাচ্চাদের স্কুলে পাঠিয়ে, সকাল সাড়ে নয়টার দিকে দরজা তালা লাগিয়ে পাশ্ববর্তী ভাড়াটিয়ার ফ্লাটে যান। এই সুযোগে চোর চক্র দরজার হেজবোল্ড কেটে ফ্লাটে প্রবেশ করে, এসময়ে ফ্লাটে বিভিন্ন শব্দ শুনে আমি ফ্লাটের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করতে গেলে চোরের হাতে থাকে রেন্স দিয়ে সে আমাকে আঘাত করতে চাইলে, আমি চোর চোর বলে চিৎকার দেই।

এসময় আশেপাশের লোকজনের ধাওয়া খেয়ে পাশ্ববর্তী খালে নেমে পড়ে। এই সময়ে আমার ছোট দুইটা ব্যাগসহ নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান,আটককৃত ফারুকের বিরুদ্ধে মামলা হয়েছে। চোরাইকৃত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.