শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

রামগঞ্জে দাখিল পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের কান ধরে শাস্তি

Array

ফাইল ফটো

 

রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগমুদ কেআই ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রীদের কান ধরে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন সময়ে এ শাস্তি দেন। হল সচিবের এহেন আচরনে সংশ্লিষ্ট বদরপুর,আশারকোটা,জাফরনগর ও করপাড়া মাদ্রাসার শিক্ষক ও ওই শিক্ষার্থী অভিভাবকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার নাগমুদ কেআই ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের দায়িত্বরত সচিব এবং রামগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার ৪নং, ৫নং, ৭নং ও ৮নং কক্ষের পরীক্ষার্থী আয়েশা আক্তার, জান্নাতুল ফেরদাউস, কুলসুম আক্তার, সোনিয়া আক্তার,খাদিজা আক্তার, মেহেদী হাসান, আল আমিনসহ অনেক পরীক্ষার্থীদের এদিক সেদিক তাকানোর অপরাধে ৫-১০মিনিট পর্যন্ত কান ধরে দাঁড় করিয়ে রাখে। এতে করে পরীক্ষার্থীরা অপমানবোধসহ মানষিকভাবে ভেঙ্গে পড়ে।

এ বিষয়ে কেন্দ্রের হল সুপার মাও. মাহবুবুর রহমান জানান, পরীক্ষার্থীরা টয়লেটেও যেতে পারছেনা। সচিব সাহেবা শিক্ষার্থীদের পিছনে পিছনে টয়লেটেও যায়। এতে পরীক্ষার্থীরা অপমানিত হচ্ছে।

কেন্দ্রের দায়িত্বরত সচিব মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার হালিমা আক্তার জানান, আমি নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র চাই। পরীক্ষা কেন্দ্রের আইন অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি। হলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্যই টয়লেটে গিয়ে নকল বাহির করার অপরাধে শহীদ হোসেন ও রেদোয়ান নামের ২জন বহিস্কার ও করেছি।

সর্বশেষ

আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী সপ্তাহের মাঝামাঝিতে দেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন...

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রাশিয়ার এক জেনারেল নিহত হয়েছে। তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি। ক্রেমলিনপন্থি...

৩০টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে গতকাল। নির্বাচন কমিশন বলছে, অন্তত ৩০টি...

শান্তর বিদায়ে বাংলাদেশের দিন শুরু

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের চতুর্থ দিন (শুক্রবার) মাঠে নেমেছে বাংলাদেশ। স্বস্তি নিয়ে স্বাগতিকরা তৃতীয়...

সারা দেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৪১ প্রার্থী

সারা দেশে ৩০০ আসনে মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে...

রামগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগের প্রার্থী আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি:লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত...