ফাইল ফটো
রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগমুদ কেআই ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রীদের কান ধরে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন সময়ে এ শাস্তি দেন। হল সচিবের এহেন আচরনে সংশ্লিষ্ট বদরপুর,আশারকোটা,জাফরনগর ও করপাড়া মাদ্রাসার শিক্ষক ও ওই শিক্ষার্থী অভিভাবকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার নাগমুদ কেআই ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের দায়িত্বরত সচিব এবং রামগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার ৪নং, ৫নং, ৭নং ও ৮নং কক্ষের পরীক্ষার্থী আয়েশা আক্তার, জান্নাতুল ফেরদাউস, কুলসুম আক্তার, সোনিয়া আক্তার,খাদিজা আক্তার, মেহেদী হাসান, আল আমিনসহ অনেক পরীক্ষার্থীদের এদিক সেদিক তাকানোর অপরাধে ৫-১০মিনিট পর্যন্ত কান ধরে দাঁড় করিয়ে রাখে। এতে করে পরীক্ষার্থীরা অপমানবোধসহ মানষিকভাবে ভেঙ্গে পড়ে।
এ বিষয়ে কেন্দ্রের হল সুপার মাও. মাহবুবুর রহমান জানান, পরীক্ষার্থীরা টয়লেটেও যেতে পারছেনা। সচিব সাহেবা শিক্ষার্থীদের পিছনে পিছনে টয়লেটেও যায়। এতে পরীক্ষার্থীরা অপমানিত হচ্ছে।
কেন্দ্রের দায়িত্বরত সচিব মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার হালিমা আক্তার জানান, আমি নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র চাই। পরীক্ষা কেন্দ্রের আইন অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি। হলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্যই টয়লেটে গিয়ে নকল বাহির করার অপরাধে শহীদ হোসেন ও রেদোয়ান নামের ২জন বহিস্কার ও করেছি।