রামগঞ্জে থানার লুন্ঠিত অস্ত্র ফেরত দেওয়ার আহবান

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লুন্ঠিত অস্ত্র¿ উদ্ধারে আন্তরিক হওয়ার আহবান জানালেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক,পুলিশ সুপার। গত ৫ আগষ্ট দূবৃত্তদের হামলা ও আগুনে বির্ধ্বস্ত রামগঞ্জ থানা পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন-রশিদ পিপিএম এবং সেনাবাহিনীর লেঃ কর্নেল একেএম সফিকুল কাদের।

শনিবার (১০ আগষ্ট) বেলা ১২টায় রামগঞ্জ থানা, পুলিশ কোয়ার্টার, ওসির বাসভবন পরিদর্শন করেন তারা। এসময় উপজেলা বিএনপি ও জামায়াত নেতাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলা প্রশাসক ও পুলিশ সুপার থানা থেকে লুন্ঠিত অস্ত্র, গুলি ও পুলিশের কাজে ব্যবহৃত জিনিসপত্র দ্রুত ফিরিয়ে দেয়ার জন্য উপস্থিত বিভিন্ন দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে জানান, ১০আগষ্ট থেকে রামগঞ্জ থানা পুলিশের কার্যক্রম আবার শুরু হয়েছে। এ সম্পদ জনগনের। জনগনের জানমালের নিরাপত্তা রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। আমরা চাই এ দেশের মানুষ ভালো থাকুক-সুস্থ্য থাকুক-শান্তিতে থাকুক।

এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান ও উপজেলা আনসার ব্যাটালিয়নের পরিচালক রোকসানা আক্তারসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা। রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বিএনপি দলীয় সাবেক সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদ, জোটের সিনিয়র নেতা শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা হারুন অর রশিদ, বিএনপি নেতা শাহাবুদ্দিন তুর্কী, ভিপি মাহাবুবুর রহমান বাহার, ভিপি আবদুর রহিম, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, লায়ন নুরুল আমিন বাচ্চু, জেলা জামায়াত নেতা মাষ্টার আবুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান, উপজেলা জামায়াত নেতা মাওলানা দেওয়ান মোঃ ইউসুফ, জামায়াত নেতা আমিনুল ইসলাম মুকুল, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসানুল বান্না, পৌর জামায়াতের সাধারন সম্পাদক মাষ্টার এমরান হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.