আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রাগগঞ্জ দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকায় উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও ৬নং লামচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাঃ হারেছ মিয়াকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
২৭ অক্টোবর রাতে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সমম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও রামগঞ্জ উপজেলা জাতীয় আহবায়ক মাহমুদুর রহমান মাহমুদ এবং সদস্য সচিব তোফায়েল আলম মনু দলীয় স্বাক্ষরিত পেডে ঘোষনার মাধ্যমে ডাঃ হারেছ মিয়াকে বহিস্কার করা হয়।
এ ব্যাপারে জাতীয় পার্র্টির বহিস্কৃত নেতা ডাঃ হারেছ মিয়া জানান, মাহমুদ তোফায়েল আমাকে বহিস্কার করার কে। তাদের নিস্ক্রীয় কর্মকান্ডের কারনে নতুন করে কমিটি করেছি। প্রতিদিনই আমি প্রোগরাম করছি। এখনো একটা প্রোগরামে যাচ্ছি। আমি জাতীয় পার্টি করছি করবো। কেন্দ্র থেকে আমাকে কমিটি করে কাজ করতে বলেছে।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মাহমুদুর রহমান মাহমুদ ও সদস্য সচিব তোফায়েল আলম মনু জানান,হারেছ এক সময় লামচর ইউনিয়ন জাতীয় পার্র্টির দায়িত্বে ছিলো। কিন্তু হটাৎ করে সে দলের গঠনতন্ত্র বিরোধী এবং দলীয় শৃংখলা ভঙ্গ করে জাসদ সহ বিপদগামী অযোগ্য কিছু লোকজন নিয়ে জতীয় পার্টির কর্মীদের মধ্যে বিভাজন শুরু করার কারনে স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও উপজেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের ডাঃ হারেছসহ এমন বিপদগামী লোকদের কর্মকান্ডকে প্রত্যাক্ষান করার জন্য আহবান জানান।