আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় রবিন হোসেন (২৪) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিন রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের শেপালীপাড়া মিঝি বাড়ির আবদুর রহিমের ছেলে। এঘটনায় রামগঞ্জ থানা পুলিশের এসআই হেলাল ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬আক্টোবর) সকাল সাড়ে ৯টায় রামগঞ্জে নিজ কর্মস্থল হোলিহোপ হাসপাতালের কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় রামগঞ্জ-হাজীগঞ্জ মহাসড়কের শেখপুরা বাজার নামক স্থানে এলে হাজীগঞ্জ থেকে আসা বালুবাহী একটি ট্রাক (লক্ষ্মীপুর-ট-১১-০০৪২) ধাক্কা দেয়। এতে রবিন মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাক টিকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। রবিনের মৃত্যুতে এলাকায় ও পরিবারে মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সড়ক দৃর্ঘটনায় রবিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিনের লাশ ও দুর্ঘটনাকৃত গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।