আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
দেশের সরকারি হাসপাতাল গুলোয় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের বিধান থাকলেও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন বিধানের তোয়াক্কাই করা হচ্ছেনা। কিছু অসাধু দালাল চক্রের ইন্দনে সরকারি এ স্বাস্থ্য সেবা কেন্দ্রটির প্রসূতি বিভাগে ডেলিভারি সেবা নিতে আসা মায়েদের ভাগ্যে টাকা ছাড়া কোন সেবাই মেলেনা। বড় সিজার থেকে শুরু করে টাকা দিতে হয় ছোট সিজারেও। এমনটাই অভিযোগ ভূক্তভোগীদের।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার কেথুড়ী গ্রামের ফাতেমা বেগম অক্টোবরে প্রসূতি বিভাগে সেবা নিতে এসে ১৮শত টাকা, শ্রীরামপুর গ্রামের শারমিন আক্তার ১৫শত টাকা, পূর্ব দরবেশপুর গ্রামের জান্নাত বেগম দিয়েছেন ১৬শত টাকা। এমন অভিযোগ করেছেন আশারকোটা গ্রামের নাজমুন নাহার, করপাড়ার বিলকিছ বেগমও।
১০নভেম্বর (রোববার) সরকারি কমপ্লেক্সে সরজমিন পরির্দশনে গেলে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন চন্ডিপুরের নুসরাত বেগমের স্বজন ৫শত টাকা দিয়েছেন বলে জানিয়েছেন। ওই সময় প্রসূতি বিভাগে দায়িত্বরত কাজল রানী পাল জানান, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা প্রসূতি রোগীদের কাছ থেকে জোর পূর্বক কোন টাকা আদায় করা হয়না। তবে মিষ্টি খাওয়ার জন্য তাদের কিছু দেওয়া হয় বলে স্বীকার করেন তিনি।
হাসপাতাল সূত্র মতে, গত অক্টোবর মাসে প্রসূতি বিভাগে নরমাল ডেলিভারি সেবা পেয়েছেন ৮৩জন। অপারেশন সেবা পেয়েছেন ১৭জন। এমন হিসেবে প্রতিমাসে প্রসূতি বিভাগে সেবা গ্রহণকারীদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অংকের টাকা যা সরকারি বিধানের সুস্পষ্ট লঙ্গন।
এমন অভিযোগের আলোকে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।