আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মোঃ রাকিবের বাবাকে দুই লাখ টাকা সহায়তা প্রদান করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
মঙ্গলবার বিকালে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে নিহত রাকিবের পরিবারকে সমবেদনা জানানো হয় এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা আমীর মুহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম নায়েবে আমীর (সাবেক এমপি) অধ্যাপক মুজিবুর রহমান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা এস ইউ এম রুহুল আমিন ভুঁইয়া, লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড. নজির আহম্মেদ এবং এ আর হাফিজ উল্লাহ, সেক্রেটারী নূরনবী ফারুক, জয়েন্ট সেক্রেটারী মহসিন কবির মুরাদ, নাসির উদ্দীন মাহমুদ,রামগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাষ্টার আবুল হোসেন, সাবেক আমির বেলায়েত হোসেন, সাবেক পৌর আমির আমিনুল ইসলাম মুকুল, লক্ষ্মীপুর জেলা শিবিরর সভাপতি মনির হোসেন, রামগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আজগর, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, যে সরকার আল্লাহর আইন বাদ দিয়ে দেশ চালায় তারা জালিম সরকার। আগামীতে আল্লাহর আইনে দেশ শ্বাসন করতে হবে। অন্তবর্তী সরকারকে উদ্যোশ্য করে তিনি বলেন, দেশ সংস্কার করতে যত সময় লাগে ততসময় নিয়ে দেশ সংস্কার করার পর সুন্দর একটা নির্বাচন দিবেন। বাংলাদেশ গরিব নয়, লুটপাটের কারনে গরিব হয়। জামায়াত ব্যাংক প্রতিষ্ঠা করে আর আওয়ামী লীগ তা ডাকাতি করে। তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। তাদের সস্ত্রাসী কর্মকান্ড করে তাদের প্রতিহত করা হবে।