আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলাব্যাপী ১০টি ইউপি ও পৌর শহরে টানা বর্ষণ ও উজানের পানিতে বিভিন্ন ছোট বড়া ৫০টি পানিয়ে নিচে তলিয়ে যাওয়ায় সড়কগুলিতে হাটু পরিমাপ পানি উঠেছে। এতে পাউবো বাধের বাহিরে ও ভিতরে ২লক্ষাধিক মানুষ পানিবন্ধি পড়েছে। পানিবন্ধি মানুষগুলো উচু এলাকা, পাউবো বাধের উপর এবং আশ্রয় কেন্দ্রযগুলিতে অবস্থান নিচ্ছে। তবে এখ পর্যন্ত সরকারী ভাবে কোন প্রকার ত্রাণসামগ্রী বিতরন করা হয়নি।
বৃহস্পতিবার সরেজমিনে কচুয়া-সমিতির বাজার সড়ক,কাশিমনগর মাঝিরগাঁও সড়ক,উপজেলা পরিষদ ও হাসপাতাল সড়ক সহ করপাড়া,দরবেশপুর,ভোলাকোট,ভাটরা,নোযাগাও লামচর,চন্ডিপুর ইউপির বিভিন্ন গ্রামে ঘুরে দেখাযায়, ইউনিয়ন সড়কগুলিতে হাটু থেকে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। গৃহপালিত পশুগুলো সুবিধামত উচু স্থানে কিঙবা পাউবো বাধের উপর ঘর তৈরী করে রেখে। উপজেলা সমাজসেবা কর্তর্কর্তা আনোয়ার হোসেনের সার্বিক নিদেশনায় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন পানিবন্ধি মানুষগুলোকে উদ্ধার করে পার্শবর্তী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে। পদ্মাবাজার সংলগ্ন চনথলা নামক স্থানে সুইসগেট দিয়ে পাউবো বাধের ভিতরে ¯্রােতের বেগে পানি প্রবেশ করছে। ৩/৪দিন যাবত পানি প্রবেশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে মাটির বস্তা ফেলে পানি প্রবেশ কিছুটা বন্ধ করেছে। জলাবদ্ধতা বিপদসীমা অতিক্রম করার কারনে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগন অনিদিষ্ট সময়ের জন্য শ্রেনী কক্ষের পাঠদান বন্ধ করেছে।
লামচর ইউপির সচিব মোঃ জুলহাস বলেন,সড়কগুলি পানিতে তলিয়ে যাওয়ায় যান-বাহন চলাচল বন্ধ হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার তালিকা প্রস্তুত করতে নিদের্শ দিয়েছে।
চন্ডিপুর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন বলেন, পাউবো বাধের ভিতর এমন ভয়াবহ জলাবদ্ধাতা কখনো হয়নি।