রামগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

শেয়ার

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ নেতা মোঃ বিন মাসুমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১০জুন (শনিবার) বিকেলে উপজেলার লামচর স্বদেশ প্রেম স্পোটিং ক্লাবে ওই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ বিন মাসুম জানান, আমি দীর্ঘদিন থেকে সাধারন ছাত্রদের পাশে থেকে ছাত্রলীগের রাজনীতি করে আসছি। সম্প্রতি লামচর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করার কথা রয়েছে। সেখানে সভাপতি হিসেবে আমি নিজেও একজন প্রার্থী। হটাৎ ৮জুন থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় হীনস্বার্থ চরিতার্থ করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ছবিসহ ভূয়া সংবাদ প্রচার করে আসছে। আমি এধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুলত ইয়াছিন ইমরান নামে আমি কাউকে চিনিনা। বৃহস্পতিবার সারাদিন আমি বাড়িতে ছিলাম।

সেদিন আমি কোথাও যাইনি। পুলিশ পাড়িতে আমার নামে কোন অভিযোগ হয়নি। এবিষয় আমি কিছু জানিওনা। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় আমাকে না জানিয়ে ও আমার বক্তব্য না নিয়ে একটি ষড়যন্ত্রকারী মহল আমাকে জড়িয়ে নানান মিথ্যাচার সংবাদ পরিবেশন করেছে। এজন্য আবারও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারী কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদ মামুন,ছাত্রলীগ নেতা ঈমন হোসেন,মোঃ সালাউদ্দিন বাবু ও মোঃ মহসীন প্রমূখ। সম্মেলন শেষে ছাত্রলীগ সভাপতি প্রার্থী মোঃ বিন মাসুম দলীয় নেতাকর্মীদের নিয়ে লামচর ইউনিয়নব্যাপী একটি শোডাউন করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.