রামগঞ্জে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ মিছিল, সমাবেশ ও কেককাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (০৪ জানুয়ারী) সকাল ১০টায় রামগঞ্জ পৌরসভার সামনে থেকে এক আনন্দ র‌্যালী শুরু শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল মালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ এবং পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল চৌকিয়ার সাবির্ক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, সাবেক জিএস মিল্টন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন সুজন, সহ-সম্পাদক দেওয়ান রাতুল, সাকিল হোসেন সবুজ, সাহিত্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম অপু, সদস্য মোরশেদুল আমিন বাবু, মোঃ ইমরান মানিক, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন সুজন প্রমূখ। সমাবেশ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে শান্তিপূর্ন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.