আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে রিপন হোসেন নামের এক রিক্সা চালকের চোখে মুখে মরিচের গুড়ো ছিটিয়ে এবং ছুরি আঘাত করে অটোরিক্সা ছিনতাই ও সাথে থাকা মোবাইল, নগদ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
লক্ষ্মীপুরের রামগঞ্জে রিপন হোসেন নামের এক রিক্সা চালকের চোখে মুখে মরিচের গুড়ো ছিটিয়ে এবং ছুরি আঘাত করে অটোরিক্সা ছিনতাই ও সাথে থাকা মোবাইল, নগদ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার পর স্থনীয়রা রিপনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাসপাতালের চিকিৎসক ডাক্তার আমির ফয়সাল প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। ঘটনাটি বৃহস্পতিবার, (১৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫ টার পৌরসভার দক্ষিণ আঙ্গারপাড়া চেরাগ আলী রোডে এঘটনা ঘটে। অটোচালক রিপন পৌর কাজেরখীল ওয়ার্ডের মনির উদ্দিন ব্যাপারী বাড়ির আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা যাত্রী সেজে রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অটোরিক্সা ভাড়া নিয়ে দক্ষিন আঙ্গারপাড়া চেরাগ আলী রোডের বাগান বাড়ি নামক স্থানে পৌঁছলে ড্রাইভার রিপনের চোখে মরিচের গুড়ো মেরে, ধারালো ছুরি দিয়ে কুপিয়ে অটোরিক্সা নিয়ে চলে যায়। ড্রাইবার রিপনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চিৎকার দিলে স্থনীয় লোকজন ঘটনা¯’লে ছুটে এসে দ্রুত রামগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত রিপনের মেয়ের জামাই রবিউল ইসলাম জানান, আমার শশুর রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে এক যাত্রীকে নিয়ে আঙ্গারপাড়া আসলে ওনার উপর হামলা চালিয়ে সাথে থাকা অটো রিক্সা ও মোবাইল ও নগদ টাকা নিয়ে দুর্বতত্তরা পালিয়ে যায়। বর্তমানে আমার শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।