আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদাবাজি, দখল সহ নির্বিগ্নে অপকর্ম চালিয়ে যাওয়ার লক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিবাদী যুবদল নেতা মোঃ শাহাদাত হোসেনকে ঘায়েল করার লক্ষে তার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
সৃষ্ট ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিএনপি সহ অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলার কঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেকও তার ছেলে চোটনসহ দোসরদের বিচারের দাবিতে সোমবার (২ডিসেম্বর) সকালে ইউনিয়নের পশ্চিম শেখপুরা বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ বশির উদ্দিন, বিএনপি নেতা মোঃ শাহাজাহান, মোঃ ফারুক হোসেন, মোঃ কাউছার হোসেন, আবদুল মন্নান গাজী, যুবদল নেতা মোঃ হোসেন, মোঃ সোহেল সহ অনেকেই।
এসময় বক্তারা বলেন, ৫আগষ্টের পূর্বে কাঞ্চনপুরের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক ছেলে চোটনসহ সাঙ্গপাঙ্গদের নিয়ে আওয়ামীলীগের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। চেয়ারম্যান থাকাকালীন শালিষ বানিজ্যের পাশাপাশি খাল দখল, চাঁদাবাজিতেও ছিলেন তৎপর। ৫আগষ্টের পর সেই খালেক চেয়ারম্যান স্বরুপে ফিরে আসলে এর প্রতিবাদ করেণ যুবদল নেতা শাহাদাৎ হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয় সংঘবদ্ধ গ্রুপটি। সভায় বক্তারা ওই অপপ্রচারের প্রতিবাদ এবং নিন্দাজ্ঞাপনসহ বিচারের দাবি জানান।