রামগঞ্জে চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে উপশম প্রাঃ হাসপাতালে ভুল চিকিৎসায় ফাতেমা বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে দুই চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নিতে রামগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুর জজ আদালত। অভিযুক্ত চিকিৎসকরা হলেন- রামগঞ্জ সরকারী হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হক,উপশম হাসপাতালের চেয়ারম্যান মায়া বেগম ও ব্যবস্থাপক (ম্যানেজার) জসিম উদ্দিন ।

রোববার (৩০ জুলাই) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী অঞ্চল রামগঞ্জ আদালতের বিচারক আনোয়ার হোসেন এ নির্দেশ দেন। নিহত ফাতেমার স্বামী মনর আলী আদালতে এ অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে বাদীর আইনজীবী মোঃ রেহানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অচেতন (অ্যানেস্থেসিয়া) না করেই ভিকটিমের অস্ত্রোপচার (সিজার) করা হয়। এতে ভিকটিম মারা যায়। এ ঘটনায় বাদী আদালতে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি আমলে নিয়ে বিচারক রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) (এফআইআর) মামলা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত ডাঃ নাজমুল হক রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ও গুনময় পোদ্দার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়াও ডাঃ নাজমুল রামগঞ্জের উপশম জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও গাইনী বিশেষজ্ঞ এবং ডাঃ গুনময় পেদ্দার উপশম হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসার হিসেবে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত অন্যরা হলেন- উপশম হাসপাতালের চেয়ারম্যান মায়া বেগম ও ব্যবস্থাপক (ম্যানেজার) জসিম উদ্দিন। বাদী মনর আলী রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এজাহার সূত্র জানায়, গত ৪ জুলাই বাদী মনর আলীর স্ত্রীর ফাতেমার প্রসব ব্যাথা উঠে। এতে তাকে রামগঞ্জে উপশম হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতারের ব্যবস্থাপক জসিম জানায় ফাতেমাকে দ্রুত সিজার করাতে হবে। গাইনী বিশেষজ্ঞ নাজমুলের অধীনে তার সিজার হবে। ঘটনারদিন বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর ডা. নাজমুল ও গুনময়ও অপারেশন কক্ষে প্রবেশ করে। কিন্তু ফাতেমাকে অজ্ঞান না করেই পেট কাটার সঙ্গে সঙ্গেই ফাতেমা প্রচন্ড জোরে চিৎকার করে উঠে। এক পর্যায়ে আবার ইনজেশান দিয়ে অচেতন করে সিজারিয়ান অপারেশনের কাজ শেষ করার পর নাজমুল অপারেশন থিয়েটার থেকে বের হয়ে জানায় প্রসূতি কন্যা সন্তানের জন্ম দেয়। একপর্যায়ে তাকে (ফাতেমা) অপারেশন কক্ষ থেকে বের করা হয়। এসময় ফাতেমা বাদীসহ স্বজনদের জানায়, ‘ডা. নাজমুল ও গুনময় তার কলিজা ছিঁড়ে ফেলেছে, পেটে প্রচন্ড যন্ত্রনা। তাকে অচেতন (অ্যানেস্থেসিয়া) না করেই পেটে চুরি চালানো হয়েছে। এতে চিৎকার দিলে ডা. গুনময় তার মুখ ও হাসপাতালের নার্সসহ কর্মচারীরা হাত-পা চেপে ধরে’। পরে ডা. নাজমুলের নির্দেশনায় হাসপাতাল কর্তৃপক্ষ ফাতেমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে নেওয়ার পথেই ফাতেমা মারা যায়।
মনর আলী বলেন, আমার স্ত্রীকে অচেতন না করেই সিজার করা হয়েছে। তার পেটের বাম পাশে অস্বাভাবিকভাবে ফুলে ছিল। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই আমার স্ত্রী মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষও এর সঙ্গে জড়িত। আমি তাদের বিচার চাই।

ডাঃ নাজমুল হক বলেন, সিজারের পর রোগী স্ট্রোক করেছে। এজন্য তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সকল নিয়ম মেনেই রোগীর সিজার করা হয়েছে। আমাদের কোন ত্রুটি ছিলো না।

ডাঃ গুণময় পোদ্দার বলেন, অ্যানেস্থেসিয়া ছাড়া কোন রোগীর অপারেশন করা সম্ভব নয়। ওই রোগীকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। পরে তার চেতনা ফিরলে আমি অপারেশন কক্ষ থেকে বের হয়ে আসি। প্রসূতির মৃত্যুর বিষয়টি কেউ আমাকে জানায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে তাও সঠিকভাবে বলতে পারছি না।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.