রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশেপুর ইউনিয়নের আলীপুর গ্রামে বুধবার রাতে এলাকাবাসী চাঁদাবাজীর দায়ে মুনছুর আহমেদ ও রিপন হোসেন ওরপে ড্রাইভার রিপনকে গনধোলাই দিয়েছে। এতে চাঁদাবাজ গ্রুপ ক্ষীপ্ত হয়ে ব্যবসায়ী আহমেদ হোসেনের পরিবারকে রাতভর অবরুদ্ধ করে অস্ত্র মহড়া দিয়ে আতংক সৃষ্টি করেছে।
সুত্রে জানায়, উপজেলার আলীপুর খন্দকার বাড়ির মৃত ছিদ্দিক উল্যাহর ছেলে ব্যবসায়ী আহমেদ হোসেনকে কয়েক মাস পুর্বে জিম্মি করে এলাকাবার চিহিৃত দুস্কৃতিকারী মুনছুর আহমেদ ও রিপন হোসেন ২০হাজার টাকা চাঁদা নেয়। এরপরে গত কয়েকদিন ধরে ওই চাঁদাবাজরা আরো টাকা দাবী করে আসছিল । কিন্তু আহম্মেদ হোসেন দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় মুনছুর-রিপন ক্ষীপ্ত হয়ে বুধবার রাত ৮টার দিকে খন্দকার বাড়ির সামনে ব্যবসায়ী আহমেদ হোসেনকে আটক করে। এসময় ব্যবসায়ী চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে মুনছুর আহমেদকে গনধোলাই দেয়। ব্যবসায়ী আহমেদ হোসেন বলেন,মুনছুর-রিপনের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ রাত ৯টার পর থেকে সারা রাত আমার বসতঘর ঘেরাও করে রেখেছে। বৃহস্পতিবার সকালে পালিয়ে রামগঞ্জ থানা উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে অভিযুক্ত মুনছুর আহমেদ বলেন, চাঁদা নয়,আহমেদকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে ২০হাজার টাকা নিয়েছি। উক্ত টাকা নিয়ে দুই পক্ষের সামান্য হাতাহাতি হয়েছে।
রামগঞ্জ থানার এস,আই আবদুস সালাম বলেন,ব্যবসায়ীর আহমেদের দায়ের করা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবসায় নেওয়া হচ্ছে।
রামগঞ্জে চাঁদাবাজকে গনধোলাই
Array
