রামগঞ্জে গেইটের তালা ভেঙ্গে ব্যবসায়ীর মোটরসাইল চুরি

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে এমরান হোসেন নামের এক ব্যবসায়ীর বিল্ডিংয়ের গেইটের তালা ভেঙ্গে সিড়ির নিচ থেকে ইয়ামা থ্রী ভার্সনের একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে রামগঞ্জ পৌরসভার সোনাপুর ওয়ার্ডের ব্যাপারী বাড়ীতে। সৃষ্ট ঘটনায় ব্যবসায়ী এমরান বাদী হয়ে শুক্রবার সকালে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ব্যবসায়ী এমরান হোসেন জানান, বৃহস্পতিপতি রাত২টায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ায় ঘুম থেকে উঠে দেখি কলাপসিবল গেইটের দরজা খোলা। পরে সামনে এসে দেখি আমার মোটরসাইল উদাও। একপর্যায়ে বাহিরে খোজাখুজি করে গাড়ির কোন সন্ধান পাওয়া যায়নি।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মোটরসাইলকেল চুরির ঘটনায় গাড়ির মালিক এমরান হোসেন নামে এক ব্যবসায়ী অভিযোগ করেছেন। অভিযোগের আলোকে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.