রামগঞ্জে গৃহবধু ও প্রবাসীকে নির্যাতনের ঘটনায় মামলা ২ আসামী গ্রেফতার

শেয়ার

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ফতেহপুর গ্রামে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গৃহবধু ও প্রবাসীকে গাছের সাথে বেধে নির্যাতন মামলার আসামী সিরাজ উল্যাহ ও ফারুক হোসেন নামের ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার সংবাদ পেয়ে ইউপি মেম্বার ফারুক আহমেদ,ও স্থানীয় ফতেহপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ উল্যাহ ডাক্তারসহ ঘটনার সাথে জড়িতরা আত্মগোপন করে।
রামগঞ্জ থানার তদন্ত ওসি জাফর আহমেদ বলেন,গৃহবধু পারুল বেগম ও প্রবাস ফেরত সবুজকে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গাছের সাথে বেধে পাশবিক নির্যাতন,মুচলেকা আদায় ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নির্যাতিত গৃহবধু পারুল বেগম বাদি হয়ে অজ্ঞাত ১০/১২জন এবং ১৩জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক রাতেই অভিযান চালিয়ে ২ আসামীকে গ্রেফতার করলে সক্ষম হয়। ইউপি মেম্বার ফারুক আহমেদসহ অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে অব্যাহত রয়েছে।
উল্লেখ্যঃ ১লা আগস্ট ভোর রাতে ফতেহপুর আকঞ্জী বাড়ির প্রবাসী ফেরত সবুজ ও গৃহবধু পারুল বেগমকে অনৈতিক সর্ম্পকের অভিযোগে মেম্বার এর ভগ্নিপ্রতি বাবু,ওয়ার্ড আ‘লীগের সভাপতি মোহাম্মদ উল্যাহ ডাক্তার এর লোকজন গাছের সাথে বেঁধে পাশবিক নির্যাতন চালিয়ে বসতঘরে জিম্মি করে রাখে। ঘটনার ৩দিন পর পুলিশ শুক্রবার থানা পুলিশ নির্যাতিতদের উদ্ধার করে মামলা দায়ের করে নির্যাতিতদের রামগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসা প্রদান করে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.