আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ড্রেন সংস্কারের অভাবে গণশৌচাগারের নোংরা ও দূষিত পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার শত শত পথচারী, ব্যবসায়ী ও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা। পরিবেশের এমন দশা রামগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী সোনাপুর উত্তর বাজার সড়কে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে ড্রেন সংস্কারের অভাবে গণশৌচাগারের নোংরা ও দূষিত পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার শত শত পথচারী, ব্যবসায়ী ও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা। পরিবেশের এমন দশা রামগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী সোনাপুর উত্তর বাজার সড়কে।
এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিসহ সড়কটি ধরে নিত্যদিনের চলাচলে মারাত্মক অসুবিধা পোহাতে হচ্ছে স্থানীয়দেরকে। ১৪ জানুয়ারী রোববার) সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, সোনাপুর উত্তর বাজারের গণশৌচাগার সংলগ্ন ড্রেনটি সংস্কারের একেবারেই পয়ঃনিস্কাশনের অনুপযোগী হয়ে আছে। গণশৌচাগারের ট্যাংকি থেকে ময়লা ও দূর্গন্ধময় দূষিত পানি গড়িয়ে রাস্তায় চলে আসছে। এমনকি পয়ঃনিস্কাশনের উপযুক্ত ড্রেন না থাকায় শুকনো মৌসুমেও গণশৌচাগারের পরিত্যক্ত ট্যাংকি থেকে গড়ানো পানি, মল ও বিষাক্ত বর্জ্য রাস্তায় জমা হওয়ায় সৃষ্টি হচ্ছে মারাত্মক দুর্গন্ধ।
স্থানীয় সূত্র ও সোনাপুর উত্তর বাজার ব্যবসায়ী আবুল হোসেন সহ ব্যবসায়ীরা জানান, বেশ কয়েক বছর ধরে ড্রেনের অবস্থা এমন বেহাল। সামান্য বৃষ্টি হলেই ময়লা পানিতে রাস্তা ডুবে যাচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারে প্রবেশের অন্যতম সড়কটিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাজারে পণ্য আনা নেয়ায় তাদেরকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে বাজারে ক্রেতারাও কম আসছে বলে জানান তারা। দুর্গন্ধের কারণে এই পথ দিয়ে অনেকেই চলাচল বন্ধ করে দিয়েছে। মানুষজন না আসায় ব্যবসায়ীদের বেচাকেনাও কমে গেছে। প্রতি সপ্তাহের রবি ও বৃহঃস্পতিবার বাজারে হাট বসলেও বাজারের রাস্তায় এমন জলাবদ্ধতা ও দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হওয়ায় বাজার ব্যবসায়ীদেরকে ভোগান্তির পাশাপাশি লোকসানে পড়তে হচ্ছে। বাজার ঘুরে দেখা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সোনাপুর উত্তর বাজার, মাছ বাজার, হলুদ বাজার, কাঁচা বাজার, মুচি বাজার সহ বড় মিয়া সাহেব জামে মসজিদ সংলগ্ন বাজারের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা এবং একই সঙ্গে তৈরি হচ্ছে কর্দমাক্ত পরিবেশ। ফলে স্থানীয় চাষীদেরকেও বাজারে পণ্য আনা-নেয়ায় পোহাতে হচ্ছে বাড়তি বিড়ম্বনা। অপরদিকে, জলাবদ্ধতার ফলে, বাজারের ক্রেতা ও বিক্রেতাসহ অন্যান্য পেশাজীবী মানুষজনেরাও বাজারের অলিগলি ধরে চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মাল জানান, কিছুদিন পূর্বে পৌরসভার মেয়রসহ আমরা বাজার পরিদর্শন করেছি। ড্রেন সংস্কারের জন্য পৌরসভা থেকে টেন্ডার হয়েছে। মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে খুব শীঘ্রই ড্রেনটি সংস্কারের কাজ শুরু হবে।
এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বলেন,পৌরসভায় পর্যাপ্ত বাজেট না থাকায় আমরা যথাসময়ে কাজ শুরু করতে পারিনি। এবার উত্তর বাজারের ড্রেন সংস্কারসহ সোনাপুর চৌরাস্তা হয়ে চিতৌশি সড়কের ড্রেন সংস্কারের উদ্যোগ নিয়েছি। এছাড়াও সোনাপুর সাবেক টিন বাজার সংলগ্ন ব্রিজ নির্মাণ, উত্তর বাজার ও মাছ বাজারে যেতে প্রধান ব্রিজটি ভেঙ্গে পুনঃরায় ব্রিজ নির্মাণসহ সোনাপুর বাজার ও আশপাশের বেশকিছু সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি। খুব শীগ্রই ড্রেনসহ এই কাজ গুলো সম্পন্ন করা হবে।