রামগঞ্জ সংবাদদাতাঃলক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ ৭ বছরের সাজাপ্রাপ্তখুন, খুন ও ডাকাতিসহ ৪ মামলার আসামী কামরুলইসলাম ওরপে রাজুকে আজ সকাল ৯টায় ঢাকা আদবরথানাধিন বেড়ীবাধঁ এলাকা থেকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত রাজু উপজেলার লামচর ইউনিয়নের লামচরঠাকুর বাড়ির রফিকুল ইসলামের ছেলে।থান সূত্রে জানা যায়, রাজু পুলিশের তালিকাভুক্তআন্তঃজেলা ডাকাত দলের সর্দার তার বিরুদ্ধে লক্ষীপুরসদর থানায়সহ রামগঞ্জ থানায় ১টি খুন,২টিডাকাতি, ১টি খুন ও ডাকাতি মামলা রয়েছে এবং১টি ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্তআসামী। অন্য মামলাগুলি বিচারাধিন। গোপনসংবাদের ভিত্তিতে থানা এস আই আশরাফুলওমাহবুবসহ একটি বিশেষ পুলিশ দল আদবর থানাধিনবেড়ীবাধঁ এলাকার ঢাকা উদ্যোন থেকে তাকেগ্রেফতার কওে রামগঞ্জ থানায় নিয়ে আসে।রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতামিয়া জানান, দীর্ঘদিন চেষ্টার করে গোপন সংবাদেরভিত্তিতে তাকে আজ গ্রেফতার করতে সক্ষম হই। লক্ষীপুর জেল হাজতে প্রেরন করা হবে।