রামগঞ্জে খাল সংস্কার কাজ বন্ধ করে দিলেন ইউপি চেয়ারম্যান

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় সমাজসেবক এবং ব্যক্তি উদ্যোগে ৪কিলোমিটার খালের ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিস্কারের উদ্যোগ নিয়ে কাজ শুরু করলে বাঁধা প্রদান করেছেন ৯নং ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু।

সোমবার (১০ জুলাই) সকাল থেকে সোনাপুর-চিতোশি সড়কের ৪কিঃমিঃ খালের অংশ ও নাগরাজরামপুর- শৈরশৈই খালে জমাকৃত ময়লা আবর্জনা স্তুপ এলাকালাকার গন্যমান্য ও কৃষকদের নিজ উদ্যোগে অন্যত্রে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। কিন্তু এতে নারাজ ৯ নং ভোলাকোট ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু ওতার নিজ ব্রীকফিল্ডের শ্রমিক ও লাঠিয়াল বাহিনী নিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় এসে খালের ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিস্কারের কাজ বন্ধ করে দেয় এবং খালের কটুরীপানা ময়লা আবর্জনা তার অর্ডার ছাড়া সরিয়ে নেওয়া যাবেনা মর্মে হুমকী-ধমকী দিয়ে খাল সংস্কার কাজ বন্ধ করে দেয়। এখবর ১১জুলাই ইউনিয়নের কৃষক ও সর্বসাধারনের মাছে ছড়িয়ে পড়লে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থুানীয় সূত্রে জানা যায়, ভোলাকোট ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন দেলু নির্বাচিত হওয়ার পর থেকে ওই ইউনিয়নের গ্রামীন উন্নয়ন অবকাঠামোর ভোলকোট মোল্লা বাড়ির ৪০ দিনের কর্মসূচীর কাজ শ্রমিকদের নিয়ে না করিয়ে ভোকু মেশিন দিয়ে কাজ সমাপ্ত করে নিজে টাকা উত্তোলন আত্বসাত করেছে। এছাড়াও ২০২২-২৩অর্থ বছরে টিআর খাবিখা,কাবিটার কাজ নিজের মনগড়া প্রকল্পের নাম দিয়ে ৩০জুনের আগে টাকা ওই টাকা উত্তোলন করে নিজের পকেট ভারি করেছে বলে অনেকেই অভিযোগ করেছেন। নিজের পছন্দের লোকজন দিলে
এব্যাপারে বিশিষ্ট সমাজ সেবক মেসার্স সানাউল্যা ব্রীকক্স ম্যানুফ্যাকচারের মালিক সানাউল্যা পাটোয়ারী বলেন, রামগঞ্জের অধিকাংশ খালই ময়লা-আবর্জনা ও কচুরিপানা স্তুপে পরিণত হয়েছে। দীর্ঘদিন খালের ময়লা পরিষ্কার না করায় গত ৫/৬ বছর থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এজন্য স্থানীয় কৃষকদের সাথে আলোচনা করে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সাথে আলোজনা করে খাল সংস্কারের উদ্যোগ গ্রহন করি। কিন্তু চেয়ারম্যান কেনো সংস্কার কাজ বন্ধ করে দিলো তা আমাদের জানা নেই।

এব্যাপারে স্থানীয় আহম্মেদ উল্লা, জহিরুল , আবুল কালাম সহ অনেকেই জানান,কৃষকদের সাথে নিয়ে সমাজ সেবক সানাউল্যা যে উদ্যোগ নিয়েছে তাতে এই এলাকায় আগামীতে খদ্যশষ্য উৎপাদনের পরিমাণ অনেকটা বেড়ে যাবে এবং বর্তমানে মাছগুলি অবাধে চলাচল করতে পারবে তাই মৎস্য উৎপাদন কয়েক গুন বেড়ে যাবে। কিন্তু কেন চেয়ারম্যান এধরণের জনকল্যাণ মূলক বাঁধা সৃষ্টি করলো তাহা আমাদের বোধগম্য নহে ।

অভিযুক্ত ৯নং ভোলাকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন দিলু জানান, মূলত এক শ্রেনীর মাটি ব্যবসায়ী সরকারী খাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার জন্য কৌশলে খাল পরিস্কারের নামে মাটি কাটা শুরু করলে আমি ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক তা বন্ধ করে দেই।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শারমিন ইসলাম বলেন,সানাউল পাটোয়ারী খালের জমানো ময়লা আবর্জনার স্তুপ ও কচুরিপানা পরিস্কারের কাজটি অবশ্যই ভালো কাজ। কিন্তু যেহেতু এটি সরকারি খাল তাই আমাকে অবগত করে কাজটি করা তার উচিত ছিল।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.