আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশন করার দায়ে রামগঞ্জ সোনাইমুড়ি সড়কের কাজী হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।
এসময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন ও পৌর স্যানেটারি ইন্সফেক্টর আলমগীর কবির হোটেলটি পরিদর্শন করে আগামী ১ সপ্তাহের জন্য কাজী হোটেলের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
১২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া রামগঞ্জ মেইন সড়কের আয়েশা রেস্টুরেন্ট মালিককে বিভিন্ন অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ দুইটি হোটেল ও রেস্টুরেন্ট মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।