প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রামগঞ্জ উপজেলায় সোনাপুরস্থ শ্রী শ্রী বড়দের মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটি পরিষদ রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শুক্রবার দুপুরে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৬ আগস্ট ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাসগুপ্তের আগমন উপলক্ষে জনসভা সফল করতে সম্মাননা সভা আহবান করা হয়। রামগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অপূর্ব সাহা অপু বাবুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট মাখন লাল সাহা, জেলা কমিটির উপদেষ্টা স্বপন কর, জেলা ঐক্য পরিষদের যুব বিষয়ক সম্পাদক তাপস শর্মা বাপ্পী, রায়পুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি দিলীপ কুমার বণিক, সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর মজুমদার, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সহ গন সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার রায়, রায়পুর উপজেলা যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাবু সুদেব কুরি, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা শিল্পী রানী পাল, ঐক্য পরিষদ পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদ অমৃত লাল কর্মকার, জেলা ঐক্য পরিষদ সদস্য উত্তম ঘোষাল সরকার, রামগঞ্জ যুব ঐক্য পরিষদ উপজেলা সভাপতি পীযূষ বণিক, সাধারণ সম্পাদক উত্তম সুর, পৌর সভাপতি সঞ্জয় মজুমদার, সাধারণ সম্পাদক শিমুল দাস, উপজেলা পূজা পরিষদ সভাপতি সমির রঞ্জন সাহা, পূজা পরিষদের সাধারণ সম্পাদ লিটন সাহা, পৌর ঐক্য পরিষদ সদস্য সচিব রতন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত বনিক, উপজেলা মহিলা ঐক্য পরিষদ নেত্রী দীপা সাহা, পৌর ঐক্য পরিষদের সভাপতি শংকর রায় প্রমুখ।
রামগঞ্জে ঐক্য পরিষদের সমন্বয় সভা
