রামগঞ্জে এতিম ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ 

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুল পরিচিত একটি ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘সম্ভাবনার রামগঞ্জ’ গ্রুপের পক্ষ থেকে এতিম ছাত্রদের মাঝে শীত বস্ত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে গ্রুপ এডমিন মোঃ আনোয়ার হোসেন (আনুর) সমন্বয়ে এবং রেমিট্যান্স যোদ্ধা বেলায়েত হোসেন, মিজানুর রহমান, মোঃ আনোয়ার হোসেন ও ইকবাল মিজির সার্বিক সহযোগিতায় উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কারসহ শীত বস্ত্র তুলে দেন।

বিগত বছরগুলোর ন্যায় সংক্ষিপ্ত পরিসরে এবারও এতিম ও অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন গ্রুপটি।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুরুল হক ফারুক, মডেল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সমর দাস, ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া কলেজের প্রভাষক মোঃ আবদুল বাতেন। এসময় সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.