আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে দীর্ঘ একমাস ধরে ব্যারিকেটে অবরুদ্ধ রয়েছে হতদরিদ্র পারুল বেগম (৬৫) নামের এক বিধবা পরিবার। পারুল বেগম দেবনগর আশ্রাফ আলী বেপারী বাড়ির মৃত আবদুল মন্নান মাষ্টারের স্ত্রী। প্রভাবশালী একটি মহলের ইন্ধনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জোরপুর্বক ব্যারিকেটের কারনে মানবেতন জীবনযাপন করছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামের আশ্রাফ আলী বেপারী বাড়িতে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে দীর্ঘ একমাস ধরে ব্যারিকেটে অবরুদ্ধ রয়েছে হতদরিদ্র পারুল বেগম (৬৫) নামের এক বিধবা পরিবার। পারুল বেগম দেবনগর আশ্রাফ আলী বেপারী বাড়ির মৃত আবদুল মন্নান মাষ্টারের স্ত্রী। প্রভাবশালী একটি মহলের ইন্ধনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জোরপুর্বক ব্যারিকেটের কারনে মানবেতন জীবনযাপন করছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামের আশ্রাফ আলী বেপারী বাড়িতে।
সংবাদ পেয়ে শুক্রবার ১৫ডিসেম্বর সকালে সড়জমিনে ঘটনাস্থলে গেলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ব্যারিকেটের পর বিধবা পারুল আক্তার আইনের সাহায্য নিতে থানায় যেতে চাইলেও হুমকী-ধমকীর কারনে একই বাড়ির প্রভাবশালী মিজানুর রহমান,মাসুদ আলম,আঃ রহমান লিটনের ভয়ে থানা যেতে পারছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেবনগর গ্রামের আশ্রাফ আলী বেপারী বাড়ির ইয়াকুব কন্টাকটরের ছেলে মিজানুর রহমান,গোফরান মাষ্টারের ছেলে মাসুদ আলম ও নুরুল হুদার ছেলে আঃ রহমান লিটন সহ বাড়ির বেশ কয়েকজন দীর্ঘদিন থেকে বিধবা পারুল আক্তারকে বাড়ির থেকে উচ্ছেদের জন্য চাপ প্রয়োগ সহ বিভিন্ন পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় ওই বাড়ির মিজান,লিটন,মাসুদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিধবা পারুলের বসতঘরের চারদিকে বেড়া দিয়ে ব্যারিকেট তৈরির মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অবরুদ্ধ করে রেখেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেবনগর গ্রামের আশ্রাফ আলী বেপারী বাড়ির ইয়াকুব কন্টাকটরের ছেলে মিজানুর রহমান,গোফরান মাষ্টারের ছেলে মাসুদ আলম ও নুরুল হুদার ছেলে আঃ রহমান লিটন সহ বাড়ির বেশ কয়েকজন দীর্ঘদিন থেকে বিধবা পারুল আক্তারকে বাড়ির থেকে উচ্ছেদের জন্য চাপ প্রয়োগ সহ বিভিন্ন পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় ওই বাড়ির মিজান,লিটন,মাসুদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিধবা পারুলের বসতঘরের চারদিকে বেড়া দিয়ে ব্যারিকেট তৈরির মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অবরুদ্ধ করে রেখেছে।
এব্যাপারে বিধবা পারুল বেগম জানান, আমার স্বামীর মৃত্যুর পর থেকে চার সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছি। কিন্তু হটাৎ করে লিটন,মাসুদ ও মিজান সহ সংঘবদ্ধ একটি গ্রুপ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে আসছে। কিন্তু আমি চলে না যাওয়ায় তারা এখন আমার বসত ঘরের চারদিকে ব্যারিকেট দিয়ে অবরুদ্ধ করে রেখেছে।
অভিযুক্ত মাসুদ,মিজান ও লিটন জানান, হিসাব অনুযায়ী বিধবা পারুল বেগম কোন সম্পত্তির মালিক নয়। তাকে বহুবার বাড়ি ছেড়ে অন্যত্রে চলে যাওয়ার জন্য বলেছি। কিন্তু সে সরে না যাওয়ায় আমরা ব্যারিকেট দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছি।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অবরুদ্ধ করে রাখাটা অত্যান্ত অমানবিক। বিষয়টি আমি জানি না। তারপরেও আমি এবিষয়ে খোজ খবর নিয়ে যারা ব্যারিকেট দিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।