রামগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পানিবন্দী জনসাধারনের মাঝে ত্রাণ বিতরণ 

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

টানা এক সপ্তাহের বর্ষনে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার ১০টি ইউনিয়নে দেখা দিয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারনে বেশিরভাগ রাস্তাঘাঁট তলিয়ে গেছে পানিতে। পশ্চিম শোশালিয়া,চন্ডিপুর, ইছাপুর, লামচর, দরবেশপুর, ভাটরা, কাঞ্চনপুর, ভোলাকোট, নোয়াগাঁও, ভাদুর, করপাড়া ইউনিয়নের শত শত বসতঘর নিমজ্জিত হয় পানিতে। কোথাও কোথাও বসতঘরের ভিতরে হাঁটু পানি। টানা বৃষ্টির কারনে উপজেলার সবচেয়ে নিন্মাঞ্চল বেড়িবাঁধের ভিতরের এলাকার কাঞ্চনপুর, ইছাপুর ও চন্ডিপুর ইউনিয়নে দেখা দেয় হাঁটু পানি।

পুকুর ডোবানালা সব কিছু ডুবে যায় পানিতে। মাছের ঘের ভেসে যায়, হাঁস মুরগির খামার ডুবে যায়। পানি জমে অধিক ক্ষয়ক্ষতির শিকার হয় লামচর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে।

বিরূপ পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসকের নির্দেশে ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলামের সার্বিক তত্বাবধানে ১০টি ইউনিয়নে খোলা হয় বেশ কিছু আশ্রয় কেন্দ্র। ঘূর্ণিঝড় সাইক্লোন শেল্টারেও আশ্রয় নেয় কয়েক’শ মানুষ।

ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানুষজন পড়েন বিপাকে। দেখা দেয় বিশুদ্ধ পানির অভাব।

খবর পেয়ে স্থানীয় রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবক ও রেডক্রিসেন্টের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলাম। বৃহস্পতিবার ও আজ শুক্রবার দিনব্যপি রাস্তার পানি মাড়িয়ে ক্ষতিগ্রস্থদের দ্বারে দ্বারে পৌঁছে দেয়া হয় চাল-ডাল, তেল-নুনসহ খাদ্য সামগ্রী। দেয়া হয় পানি বিশুদ্ধকরন ট্যাবলেট।

২৩শে আগষ্ট শুক্রবার সকাল থেকেই উপজেলার লামচর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি পরিবারের মাঝে পৌঁছে দেয়া হয় শুকনো খাবারসহ নিত্যপন্য।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, জেলা যুবদল নেতা টিপু সুলতান ভূইয়া, ইউপি সচিবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.